একটি প্রশংসনীয় উদ্যোগ

মোঃ গালিব মেহেদী খান
Published : 11 Feb 2016, 08:36 PM
Updated : 11 Feb 2016, 08:36 PM


ঢাকার একটি লোকাল বাসে (বলাকা) চালকের সামনেই দেখলাম একটি ছোট্ট মনিটর লাগানো। যার ক্যামেরাটি গাড়ীর পেছনে লাগানো রয়েছে। চালক গাড়ী চালাতে চালাতেই পেছনের গাড়ী গুলির অবস্থান দেখতে পাচ্ছেন। যে সিস্টেমটা ব্যক্তিগত গাড়িতে থাকে। চালকের কাছে জানতে চাইলাম ব্যবস্থাটা কে করেছেন? বললো, এই গাড়ীর মালিক তার নিজের মালিকানাধীন চারটি গাড়ীতে এই ক্যামেরা ও মনিটরটি লাগিয়ে দিয়েছেন। যার প্রতিটা সেটের মূল্য পরেছে মাত্র ৭০০০/- টাকা।

নিঃসন্দেহে এটা ঐ গাড়ীর মালিকের একটি প্রশংসনীয় উদ্যোগ যা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী ভুমিকা রাখবে। আর এভাবেই প্রত্যেকের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা হার কমিয়ে আনতে।