খোদ রাজধানীতেই যাত্রীছাউনি যখন ফার্নিচারের কারখানা!

মোঃ গালিব মেহেদী খান
Published : 1 July 2016, 05:30 AM
Updated : 1 July 2016, 05:30 AM

এটি একটি যাত্রী ছাউনি। উপরে যে লেখাটা দেখছেন সেটাও এর পরিচিতি নয় ওটা বিজ্ঞাপন। এই যাত্রী ছাউনিটি উত্তরা জসিমউদ্দিনের যাত্রী ছাউনি। এটি ব্যবহৃত হচ্ছে একটি ফার্নিচারের কারখানা হিসেবে। জসিমউদ্দিন পুলিশ বক্স থেকে কয়েক গজের মধ্যেই এর অবস্থান। সহজেই অনুমেয় যে এখানে কোণ গাড়ী দাড়ায় না।

দ্বিতীয় ছবিটাতে দেখতে পাবেন একটু দূরেই নো পার্কি লেখা একটি সাইনবোর্ডও দেয়া আছে। এখানে যাত্রী নেয়ার জন্য কোণ গাড়ী না দারালেও গাড়ী গুলো এসে ঠিকই দাঁড়ায় পুলিশ বক্সের সামনে! উল্লেখ্য ছবিগুলো ৩০ জুন ২০১৬ ইং তারিখ দুপুরে তোলা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই যাত্রী ছাউনিটি কে ভাড়া দিল? আর কারাই বা এটা ভাড়া নিলো?