আজ পালিয়ে বাঁচতে চাই

মোঃ গালিব মেহেদী খান
Published : 28 Oct 2016, 01:47 AM
Updated : 28 Oct 2016, 01:47 AM


আমি শুনতে চাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি না, আমি মুখোমুখি হতে চাচ্ছি না এই বীভৎসতার। যদি জানতে চাও পালিয়ে বাঁচতে চাচ্ছি কিনা। অস্বীকার করব না। এমন অসুস্থ এই মানুষগুলোর সামনে থেকে পালিয়েই বাঁচতে চাই আজ।

যেখানে মানুষের বিচারে লাগে সামান্য সময় সেখানে অমানুষের বিচারে কাটে যুগ যুগান্তর। সেখানে তোমরা শান্তিতে দম ফেলতে পার, আমি পারি না। আজ তাই পালিয়ে বাঁচতে চাই।

তোমরা নারী, শিশু, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হও না অপরাধীর মানবাধিকার নিয়ে থাক সদা সোচ্চার। এই অসুস্থ মানসিকতা থেকে আজ পালিয়ে বাঁচতে চাই।

হ্যাঁ আমি অথর্ব, আমি ভীরু, আমি কাপুরুষ যা ইচ্ছা তাই বলতে পার তবে আমি অমানুষ নই। আমি অপরাধীর পক্ষ হয়ে যুক্তি তর্কে লিপ্ত হয়ে মিথ্যার বেসাতী করি না। আমি অপরাধী নই। আমি মানুষ বড়জোর বলতে পার ব্যর্থ মানুষ।

আমি প্রতিবাদী হতে পারি না তাই পালিয়ে বাঁচতে চাই। অপরাধী সমাজের অংশ হয়েও বেঁচে থাকতে চাই না তাই আজ পালিয়ে বাঁচতে চাই।