পানিতে ভাসছে বাণিজ্য নগরী

তপু০১৬৭
Published : 23 June 2014, 06:29 PM
Updated : 23 June 2014, 06:29 PM

সাগরের লঘু চাপ ও আষাঢ়ের ভারী বর্ষণে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত। মেয়র আসে মেয়র যায় চট্টগ্রামের জলবদ্ধতার কোন নিরসন হয়না, এভাবে আর কত চট্টগ্রামবাসী অবহেলিত হয়ে থাকবে, অথচ এই চট্টগ্রাম বন্দর থেকেই দেশের সিংহভাগ আয়ের অংশ যায়। চট্টগ্রামকে বরাবরই অবহেলিত করে রেখেছে। আমাদের বর্তমান মেয়র মনজুর আলম নির্বাচনের প্রধান ওয়াদা ছিল জলবদ্ধতা নিরসন। কিন্তু জলবদ্ধতা নিরসন করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। একদিকে মেয়র মনজুর আলমের নির্বাচনী ওয়াদা ভঙ্গ অন্যদিকে অপরিকল্পিতভাবে তৈরি করা ফ্লাইওভারের কারণে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। যত্রতত্র রাস্তা খোড়াখুড়ি করে রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু কাজ কিছুই করছেনা, এভাবে চট্টগ্রামকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।