গ্রিক সভ্যতার পঁচিশ বরপুত্র

দিব্যেন্দু দ্বীপ
Published : 6 July 2015, 04:52 PM
Updated : 6 July 2015, 04:52 PM

দার্শনিক

* সক্রেটিস : তাঁকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী বলা হয়। তৎকালীন শাসকেরা তাঁকে হেমলক নামক বিষপান করিয়ে হত্যা করেছিল।

* প্লেটো : দার্শনিক এবং গণিতবিদ। তিনি এথেন্সে 'অ্যাকাডেমি' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিরেন। এটিই পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 'এপোলজি' এবং 'ক্রিটো' তাঁর বিখ্যাত দুটি গ্রন্থ।

* এরিস্টটল : দার্শনিক এবং বিজ্ঞানী। প্রাণী বিজ্ঞানের জনক। 'পলিটিকস্' এরিস্টটলের লেখা একটি বিখ্যাত গ্রন্থ।

এঁরা পরস্পর গুরু শিষ্য। প্রেটো সক্রেটিসের শিষ্য, এরিস্টটল প্লেটোর শিষ্য।

নাট্যকার

* এসিলাস : ট্রাজেডির জনক হিসেবে খ্যাত।

* সফোক্লিস : 'ওদিপাস' নাম বিতর্কিত বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন।

* ইউরিপিডিস : বিয়োগান্তক নাটক লিখতেন। তিনি বুদ্ধিদিপ্ত নারী চরিত্র নির্মাণ করতেন।

* এরিস্টোফেনাস : হাস্যরসাত্মক নাটক লিখতেন। তাঁকে কমেডির জনক বলা হয়ে থাকে।

কবি

* ঈশপ : নীতি বৈশিষ্টের রূপকথার রচয়িতা।

* হিসিয়ড : গ্রিক মিথলজির ব্যাখ্যা করেছেন। তৎকালীন গ্রিসের গ্রাম্য জীবন নিয়ে লিখেছেন।

* হোমার : মহাকাব্য লিখেছেন। ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যের জন্য অমর হয়ে আছেন।

* পিন্ডার : বিখ্যাত কবি। গীতিকবিতার জন্য বিখ্যাত।

* সাফো : গীতিকবিতা লিখতেন।

ইতিহাসবিদ

* হিরোডেটাস : ইতিহাসের জনক হিসেবে খ্যাত।

* থিসোডিডিস : গবেষণালব্দ ইতিহাসের প্রবক্তা। এথেন্স এবং স্পার্টার যুদ্ধ লিপিবদ্ধ করেন।

বিজ্ঞানী

* আর্কিমিডিস : বিজ্ঞানী এবং গণিতবিদ। বিজ্ঞানের অনেক থিওরির জন্য অমর হয়ে আছেন।

* এরিস্টার্কাস : তিনিই সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক ধারণা দিয়ে দিয়েছিলেন।

* ইউক্লিড : জ্যামিতির প্রবক্তা। গণিতের উপর তাঁর লেখা 'এলিমেন্ট' বইটি জগৎবিখ্যাত হয়ে আছে।

* হিপোক্রিটাস : একজন ফার্মাসিস্ট। মেডিসিনের প্রবক্তা। ডাক্তাররা হিপোক্রিটাসের নামে শপথ করার চেষ্টা করেন।

* পিথাগোরাস : বিজ্ঞানী ও দার্শনিক পিথাগোরাস পিথাগোরিয়ান থিওরির প্রবক্তা, যা জ্যামিতিতে এখনো ব্যবহৃত হয়।

যোদ্ধা-নেতা

* আলেকজান্ডার দ্যা গ্রেট : গ্রিক সম্রাজ্য প্রসারিত করেছিলেন। আলেকজান্ডার কখনো কোন যুদ্ধে হারেননি।

* ক্লিসিথিনিস : এথন্সে গণতন্ত্রের গোড়াপত্তন করেছিলন।

* ডেমোসথিনিস : রাষ্ট্রনায়ক ডেমোসথিনিস অত্যন্ত সুবক্তা ছিলেন।

* ড্রাকো : বিভিন্ন জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছিলেন।

* পেরিক্লিস : গণতন্ত্রের ভিত্তি মজবুথ করেছিলেন এবং এথেন্স নগর নির্মান করেছিলেন।

* সলোন : তিনিই প্রথম গণতন্ত্রের ধারণা দিয়েছেন বলা হয়।