সমস্যা শুধু ঢাকনাডা কেউ খুলে দিলে

দিব্যেন্দু দ্বীপ
Published : 26 Sept 2015, 06:53 PM
Updated : 26 Sept 2015, 06:53 PM

ফুর্তি ফার্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই, সেলফি কুলফি তে তো কোনো নিষেধাজ্ঞা নেই-ই। এসব তো ভালই। এর বাইরেও আছে। চুরি চামারিতেও কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু মুখোশটা টেনে জায়গা মতো রাখতে পারলে হলো। সারতে পারলে খুন খারাবিতেও কোনো সমস্যা নেই। ধর্ষণে সমস্যা নেই। ধরা পড়লে বিয়ে। কয়দিন পরে যৌতুকের দায়ে নির্যাতন, অতঃপর পুলিশের কৌতুক। হোটেলে বান্ধবী নিয়ে রাত কাটানো নিষেধ, তবে পরের বউ নিজের নামে চালিয়ে দিলে সমস্যা নেই, একটু স্মার্ট থাকতে হবে, এই যা। সমস্যা নেই কিছুতে। সমস্যা শুধু তিনটি জায়গায়-
১। ধর্ম নিয়ে কিছু বলা যাবে না;
২। ক্ষমতাসীনদের কটুক্তি/বক্রোতি/তর্কোক্তি করা যাবে না;
৩। চোর ডাকাত গুণ্ডা বদমাশ দুর্নীতিবাজ আমলা ব্যবসায়ী কামলা গো সমজে চলতে হবে।

এরপর যা পারো  সামলায়ে করো। টিকিট কাইটে বলধা গার্ডেনে ঢুকে বলদের মত একটা স্কুল গার্ল বগল দাবা করে নিয়ে ছাগলের মত বসে থায়ো, সমস্যা নেই। অন্ধ ভিখিরিরি থালা থেইকে পাঁচ টাকার কয়েন উঠাইয়ে এক টাকার কয়েন ফেলো, সমস্যা নেই। ভিখিরি আওয়াজ দিলে উল্টে ফাপড় নিবা, কইবা- আমি তো তোরে টেস্ট করলাম। গালি দিতেও ছাইড়ো না- শালা জুচ্চোর। ভোরে জগিং করতে যাওয়ার সময় তিন তলার দরজার সামনের পত্রিকাটা উল্টো আরেক তলা উঠে নিজের বাসার দরজার নিচ দিয়ে টেলে দাও, সমস্যা নেই। পরের দিন ঝারি খাইব হকার। তোমার কি তাতে? এগুলো খুচরো পাপ, বড়ডায়ও সমস্যা নেই। বুড়ো বাপ ঘ্যানর ঘ্যানর কাশতেছে। ধুর বাল- ভোর রাতে গলা টিপে মাইরা দাও, সমস্যা নেই। কেউ সন্দেহ করবে না, কারণ, ওতো মরারই কথা। সমস্যা নেই ফোঁড়া পুঁজ পোক সব ঢাইকা রাখতে পারলে। সমস্যা শুধু ঢাকনাডা কেউ খুলে দিলে।