রাত ১২টা পর্যন্ত কাজ করে বাঁধাই এবং প্রেস কারখানার শিশু শ্রমিকরা!

দিব্যেন্দু দ্বীপ
Published : 30 April 2017, 08:38 PM
Updated : 30 April 2017, 08:38 PM

পুরো প্রেস এবং বাঁধাই শিল্পের অর্ধেক শ্রমিক শিশু! অর্থাৎ শিশুশ্রমের উপর টিকে আছে সেক্টরটি। সুফল ভোগ করছি আমরা সবাই। এর চেয়েও ভয়ঙ্কর দিক হচ্ছে- এই সব শিশুরা কাজ করতে বাধ্য হচ্ছে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত। নিচের ছবিগুলোই বলে দেয় কি অমানুষিক পরিশ্রম তাদের করতে হয়। বেতন বেশিরভাগ ক্ষেত্রেই থাকা খাওয়া বাদে ৫০০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। থাকে তারা কারখানাতেই। খায় যতটুকু না খেয়ে বাঁচা যায় না।

আমার বাসা থেকে একটি বাঁধাই কারখানা দেখা যেত।  রাত সাড়ে এগারোটায় বাসার জানালায় দাঁড়িয়ে জুম করে ছবিগুলো তোলা।