এই উন্মাদনার মধ্যে ক্রিকেট অনুপস্থিত

দিব্যেন্দু দ্বীপ
Published : 1 April 2016, 03:08 PM
Updated : 1 April 2016, 03:08 PM

দিনে দিনে আমরা কতটা কাণ্ডজ্ঞানহীন একটা জাতিতে পরিণত হয়েছি তা ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের হারার পর টের পাওয়া গিয়েছে। ক্রিকেটে আমি বরাবর ওয়েস্ট ইন্ডিজের সাপোর্টার, কিন্তু তাই বলে হারার পরে কোন দেশকে এরকম বন্যভাবে আক্রমণ করা যায় না। যায় কি? তাছাড়া ফেসবুক টয়লেট না, এখানে ঢুকে যা খুশি তা লেখার সুযোগ কোথায়? হাজার হাজার মানুষ দেখছে, প্রায় প্রত্যেকের সাথে দু'একজন ভারতীয় বন্ধু থাকাও অস্বাভাবিক নয়। কি বার্তা পৌঁছে দিলাম প্রতিবেশী শক্তিশালী একটি দেশের কাছে? ভয়ঙ্কর আত্মধ্বংসী কার্যকলাপ এগুলো। যে যত কথাই বলুন না কেন এই উন্মাদনার মধ্যে ক্রিকেট নেই, ঐতিহাসিক সাম্প্রদায়িক ভূত ক্রিকেটকে কেন্দ্র করে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আইসিসিতে ভারতের আধিপত্য আছে, তাসকিনের-সানিকে বসিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপে আলিম দারের বাজে সিদ্ধান্তে ভারতে হাত ছিল -এসব মেনে নিয়েই বলছি এই উন্মাদনার মধ্যে ক্রিকেট অনুপস্থিত, ক্রিকেট শুধু একটা উপলক্ষ্য। নিজের কাছে প্রশ্ন করে দেখুন।