খবরের শিরোনামটি কী হওয়া উচিৎ?

দিব্যেন্দু দ্বীপ
Published : 4 June 2016, 08:47 PM
Updated : 4 June 2016, 08:47 PM

লেসলি জন বিনসকে স্যালুট। নিঃসন্দেহে সে তাঁর জীবনের সেরা অর্জনটা করে ফেলেছে! কিন্তু খবরের শিরোনামটা আমার পছন্দ হচ্ছে না। 'এভারেস্ট জয় না করে জীবন বাঁচালেন' বা "বাঙালি নারীকে বাঁচাতে এভারেস্ট জয়ের স্বপ্ন ত্যাগ" এ ধরনের শিরোনাম ভালো লাগছে না। মানুষ প্রত্যাশিত কাজটি করছে না ঠিক আছে, কিন্তু শিরোনামটা তো প্রত্যাশার জায়গা থেকেই হতে হবে।

আমাদের প্রত্যাশা কী? প্রত্যাশা হচ্ছে, কাউকে এরকম বিপদে দেখলে একশো জনের মধ্যে একশো জনই এভারেস্ট চূড়ায় ওঠার স্বপ্ন ত্যাগ করে জীবন বাঁচাতে এগিয়ে আসবে। খবরের শিরোণামটা এমন হতে হবে, যাতে সেই প্রত্যাশাটা অন্তর্নিহীত থাকে। কী হতে পারত শিরোণাম- অনেক কিছুই হতে পারত- "এভারেস্টে বাঙ্গালী নারীর জীবন বাঁচিয়েছেন ব্রিটিশ অভিযাত্রী লিসবন" বা এরকম অন্যকিছু। কিন্তু যখন শিরোনামটা হয়- "এভারেস্ট চূড়ায় না উঠে বাঙালি নারীর জীবন বাঁচিয়েছেন লিসবন" তখন এরকম একটা মেসেজও সাথে সাথে তৈরি হয়ে যায় যে যারা জীবন বাঁচাতে না এসে চূড়ায় ওঠাটাকেই প্রাধান্য দিয়েছে তাদের কাজটিও ঠিক অাছে। এরকম একটা বার্তাই কি দিচ্ছে না খবরের শিরোনামটি?