দেখে মনে হবে এটা জননী বল পেনের কারখানার রাস্তা!

দিব্যেন্দু দ্বীপ
Published : 10 May 2017, 05:50 AM
Updated : 10 May 2017, 05:50 AM

বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়টি বাংলাবাজারে অবস্থিত। এ বিদ্যালয়টির দুটি গেট রয়েছে। একটি গেট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে, অন্যটি বাংলাবাজার পোস্ট অফিশ সংলগ্ন। বিদ্যালয়টি এমন জায়গাতে অবিস্থত যে দুটি গেট ব্যবহার করার সুযোগ থাকলে বাংলাবাজারের দিক থেকে যে শিক্ষার্থীরা স্কুলে যায় তাদের দূরত্ব কমপক্ষে পাঁচশো মিটার কমে যায়। এই পাঁচশো মিটার রাস্তা অতিক্রম করা খুব ঝামেলা, কারণ এ পথটিতে রয়েছে ছোট ছোট গাড়ির স্ট্যান্ড, প্রচুর রিক্সা এবং ফুটপাথে দোকান।

কিন্তু বাংলাবাজার পাশের স্কুল গেট এবং পথটি দখল হয়েছে অনেকগুলো বইয়ের দোকান এবং পাশ্ববর্তী ভবনের অফিস দ্বারা। অফিস দ্বারা দখলের বিষয়টি অদ্ভূত শুনালেও সেটিই বরং বেশি সত্য। এখানে একটি অফিসের মাল পরিবহনকারী গাড়ি ছোট্ট এই গলি রাস্তা দিয়ে সারাদিন প্রবেশ করে। এটা দেখে মনে হবে এটা কোনো শিল্পপাড়া এবং রাস্তাটি কোনো কারখানার।

কিছুদিন আগে একবার দেখেছিলাম পুলিশ চেষ্টা করছে রাস্তাটি দখলমুক্ত করতে, সেদিন গেটটি ব্যবহৃতও হল, কিন্তু তারপর আবার যা তাই।