স্বজাতীয়তা ও সংস্কৃতি বোধ

হাসান হাফিজ টুটুল
Published : 12 Sept 2015, 11:24 AM
Updated : 12 Sept 2015, 11:24 AM

আমাদের সমাজে কিছু উন্নত প্রজাতির মানুষ আছেন, যারা নিজেদেরকে নিজ সমাজ এমন কি নিজ জাতি থেকেও নিজেদেরকে ঊর্ধ্বে মনে করেন । প্রায়শই তাঁদের মুখে নিজ জাতির সমালোচনা শোনা যায় । বিভিন্ন দোষ বের করে ব্যঙ্গ করে প্রচার করতে থাকে । নিজেদের দোষ-ত্রুটি অস্বীকার করার পক্ষে আমিও নই । কিন্তু, তাই বলে ব্যঙ্গ করে জাতিকে ছোট করার অধিকার তাঁদের কেউ দেয়নি । হতেই পারে তাঁরা আত্ম-উন্নয়নের মাধ্যমে নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, পেয়ে গেছেন উন্নত কোনো জাতিতে প্রমোশন, চলে গেছেন জাতির ঊর্ধ্বে । ঠিক আছে লজ্জা করলে স্বজাতীয় পরিচয় না দিলেই পারে । আমরা আমাদের জাতিকে মন থেকে ভালবাসি, সেজন্য জাতির বিরুদ্ধে লাগলে মনে কষ্ট পাই।

যারা এমন সমালোচনায় ব্যস্ত থাকেন, তাঁদেরকে বলতে চাই, আপনি যদি নিজেকে নিয়ে গর্ব করে এমন করেন তাহলে নতুন কিছু বলব না । তবে আপনিও যদি মনের কষ্ট নিয়ে এমন করে থাকেন, তাহলে বলব, সমালোচনা করে কখনো জাতির উন্নতি করা যায় না । বরং কাদা ছোড়া ছুড়িই হয় । তার থেকে আসুন সবাই মিলে আমাদের ত্রুটি থেকে থেকে বের হয়ে আসতে চেষ্টা অব্যহত রাখি, আর নিজ জাতি, সংস্কৃতিকে ভালবাসি ।