১ বঙ্গাব্দ

উত্তম সিংহ
Published : 31 July 2012, 04:12 AM
Updated : 31 July 2012, 04:12 AM

অনেকেই বলেন বাংলা সন বা সাল গণনা অনেক পরে শুরু হয়েছিল তাই ১ বঙ্গাব্দ বলে কিছু ছিল না। বাংলা পঞ্জিকা গণনা গনিতের সকল নিয়ম মেনেই গণনা করা হয়। তাহলে উল্টো গণনা করলে ১ম বর্ষ থাকবেনা কেন? খ্রীস্টাব্দ, যীশু খ্রীষ্ট জন্মের অনেক পরে শুরু হলেও আমরা জানি কখন ১ম খ্রীস্টাব্দ ছিল বা ২১০ খ্রীষ্টপূর্বাব্দ কখন তা সহজেই বের করা যায়।
গণনাটি জানার আগে জেনে নেয়া যাক কি কি পদ্ধতিতে পঞ্জিকা গণনা করা হয়। বাংলা পঞ্জিকা গণনায় প্রধানতঃ ২ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় ইদানীং বাংলা একাডেমী পদ্ধতি যুক্ত হয়েছে।

১. প্রাচীন বা সূর্য্য সিদ্ধান্ত পদ্ধতি
২. দৃক বা বিশুদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি।

বাংলাদেশের প্রকাশিত প্রায় সকল পঞ্জিকা সূর্য্য সিদ্ধান্ত পদ্ধতি অনুসরণ করে রচনা করা হয়, যেমন: লোকনাথ পঞ্জিকা, ও নবযুগ পঞ্জিকা ইত্যাদি। অন্য দিকে ইসকন ও রামকৃষ্ণ মিশন সমূহে দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করা হয়। আর সরকারী অফিস আদালতে বাংলা একাডেমী পঞ্জিকা ব্যবহার করা হলেও ছুটি নির্ধারণ করা হয় লোকনাথ পঞ্জিকা বা নবযুগ পঞ্জিকা বা মোহাম্মদী পঞ্জিকা অনুসারে।

কিছু সংজ্ঞা:
সময়

১ চান্দ্র মাস বা সাবান মাস বা নক্ষত্র মাস = ৩০ দিন বা ৩০ নক্ষত্র অহোরাত্র
১ দিন বা ১ নক্ষত্র অহোরাত্র = ৬০ ঘটিকা/দণ্ড/নাড়ী
১ ঘটিকা = ৬০ পল বা ২৪ মিনিট
১ পল = ৬০ বিপল বা ৬ প্রাণ বা ৪ সেকেন্ড
১ বিপল = ৬০ অনুপল
ক) এখানে ১ প্রাণ হচ্ছে সুস্থ শরীরে ১ বার শ্বাস-প্রশ্বাসে যতটুকু সময় লাগে।
খ) ১ সেকেন্ডের ৩৩৭৫০ ভাগের ১ ভাগে ১ ত্রুটি
গ) ১ সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয়কে ৬০ ঘটিকা/দণ্ড (সংক্ষেপে যথাক্রমে ঘ ও দং বলা হয়) বিভক্ত করা হয়েছে যাকে ১ ভৌম বা সাবন দিন বলে।

মাস, রাশি ও বৎসর
ক) রবি বা সূর্য্য ৩৬৫ দিন ১৫ দণ্ড ৩১ পল ৩১ বিপল ১৪ অনুপলে একবার ১২ রাশি বা ৩৬০ ডিগ্রি ভ্রমণ করে।
খ) সূর্য্যের ১ রাশি থেকে আরেক রাশিতে গমনে ১ সৌর মাস হয়, আর সূর্য্যের রাশি প্রবেশ কালকে সংক্রান্তি বলে, যেমন: মেষ সংক্রান্তি তার পর দিনই ১ লা বৈশাখ।
গ) ১২ সৌর মাসে ১ বৎসর হয়।

এবার আসা যাক বঙ্গাব্দের উল্টো গণনায়। সূর্য্য সিদ্ধান্ত অনুসারে
১ বৎসর = 365.258756481482 দিন
এবৎসর ১৪১৯ বঙ্গাব্দ অর্থাৎ ১৪১৮ বৎসর গত হয়েছে। 1419 বঙ্গাব্দ শুরু হয়েছে ১৪ এপ্রিল, তাহলে ১৩ই এপ্রিল ছিল ১৪১৮ বঙ্গাব্দের শেষ দিন আর
ঐ দিনের জুলিয়া ডে = 2456030.75, BDT 6 AM
(জুলিয়ান ডে পরিবর্তনের জন্য এখানকার সাহয্য নিতে পারেন: http://aa.usno.navy.mil/data/docs/JulianDate.php)

তাহলে 1418 X 365.258756481482 = 517936.9167 দিন।

এবারে ১৩ এপ্রিলের জুলিয়ান ডে থেকে তা বিয়োগ করলে দাড়ায়

2456030.75 – 517936.9167 = 1938093.833 জুলিয়া ডে
(যা হবে ১ বঙ্গাব্দ শুরু আগের দিন বা ০ বঙ্গাব্দের চৈত্র মাসের শেষ দিন)

1938093.833 জুলিয়া ডে কে গ্রেগরিয়ান দিনে পরিবর্তন করলে দাড়াঁয় ১৯শে মার্চ ৫৯৪ খ্রীষ্টাব্দ শুক্রবার।

তাহলে ১লা বৈশাখ ১ বঙ্গাব্দ ছিল ২০শে মার্চ ৫৯৪ খ্রীষ্টাব্দ শনিবার

এবারে দেখুন The Indian calendar বইয়ের Table Iএর পাতা xx এবং xxi এতে দেখানো হয়েছে ৫৯৪ সালের চৈত্র সংক্রান্তি ছিল ১৯শে মার্চ।


Side A পাতা xx


Side B পাতা xxi

সূত্র:
১। The Indian calendar: with tables for the conversion of Hindu and Muhammadan, By Robert Sewell, Śaṅkara Bālakr̥shṇa Dīkshita, Robert Gustav Schram (বইটি ডাউনলোড করুন)
২। Indian Astronomy: An Introduction By S. Balachandra Rao, Year 2000, Universities Press, Page 51।
৩। Surya Siddhanta, by Pandir Bapu Deva Sastri (বইটি দেখুন)
৪। প্রচলিত/প্রাচীন বাংলা তারিখ গননার আধুনিক পদ্ধতি, উত্তম সিংহ (নিবন্ধটি পড়ুন)