সুন্দরবন ও দুর্গা

উৎপল চক্রবর্তী
Published : 3 Oct 2016, 04:37 PM
Updated : 3 Oct 2016, 04:37 PM

'দুর্গা'  বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান পৌরাণিক দেবী,  বিভিন্ন অঞ্চলে তাঁর  ভিন্ন ভিন্ন নাম, কাশ্মীর ও দাক্ষিণাত্যে  তিনি  অম্বা ও অম্বিকা, গুজরাটে হিঙ্গুলা ও রুদ্রাণী, কান্যকুব্জে কল্যাণী, মিথিলায় উমা এবং কুমারিকা প্রদেশে তিনি কন্যাকুমারী ।

"দুর্গ বা সংকট থেকে রক্ষা করেন" তাই তিনি দুর্গা । অন্যমতে, "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন" । অথচ লাইফ ফ্যাক্টস এন্ড রিয়েলিটি হচ্ছে  বিশ্বজুড়ে  অক্ষম ,অনগ্রসর আর অন্ধকারের মানুষদের কাছে  'অসুর' এখনও 'দুর্গা'র চাইতে অনেক বেশী শক্তিধর।

কোলকাতার শিল্পী 'Gopal Naskar' যিনি মনে করেন  সভ্যতা গ্রাস করে নিচ্ছে পৃথিবীর তাবৎ সবুজ, তাই সচেতন ভাবেই দুর্গাকে তিনি  নির্মাণ করেছেন 'বন দেবীর' আদলে  ।

মানচিত্র থেকে যদি একদিন মুছে যায়  সুন্দরবন, তখন দেবি দুর্গা শরীরে ধারন করবেন বৃক্ষ-রাজির পাতা । তাঁর বাহন সিংহ (মতান্তরে বাঘ) তাঁর কোলে উঠে আদর চাইবে । তাঁর বিভিন্ন হাতে আশ্রয়ের জন্য করুণাপ্রার্থী হবে হরিণ, বানর, কুমির, শুকর, গিরগিটি, সাপ, কচ্ছপ, ব্যাঙ ও শকুন সহ অন্যান্য বন্যপ্রানীকূল।

*শিল্পী নিজেই সকল ছবি মেসেঞ্জারেপাঠিয়েছেন*