ওয়াসিম ফারুক
Published : 26 Feb 2015, 09:05 PM
Updated : 26 Feb 2015, 09:05 PM

ব্লগার অভিজিৎ রায় একজন মুক্তচিন্তা একটি মুক্তমনের প্রতীক । যিনি চিন্তা দিয়ে জয় করেছেন অনেক কিছু কিন্তু জয় করতে পারেন নি ধর্মীয় গোড়া দের চিন্তা যাদের কে ধর্ম বানিয়েছে পুরোপুরি অন্ধ । ঠিক তাদের হাতেই জীবন দিতে হলো মুক্তচিন্তা ও মুক্তমনের প্রতীক মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায়কে । মৃত্যু বা হত্যা কাউকে পারাজিত করতে পারেনি বরং এ ধরনের হত্যাকারীরা ই বার বার পরাজিত হয়েছে মুক্তচিন্তা মুক্ত বিবেকের কাছে । অভিজিৎ রায় খুন হয়েও মাথা নত করেনি ধর্মান্ধ মৌলবাদী গোষ্টির কাছে বরং অভিজিৎকে হত্যাকরে ওরা প্রমান করেছে ওরাই অপশক্তি । মরে গিয়েও অভিজিৎ আজীবন মাথা উঁচু করে বেঁচে থকবে দুনিয়ায় সমস্ত অপশক্তির উৎস মৌলবাদীদের লাথি মেরে মুক্তচিন্তা ও মুক্তমনের প্রতীক হয়ে । অভিজিৎ আপনাকে নিয়ে শোকর মাতম করবো না গর্বের উল্লাস করবো । অভিজিৎ আপনি আমাদের গর্ব ।