পালিয়ে বেঁচেছেন এটর্নি জেনারেল, এভাবে কয়দিন বাঁচবেন?

সাইফুল্লাহ
Published : 27 August 2011, 04:34 AM
Updated : 27 August 2011, 04:34 AM

বিতর্কিত দুই বিচারপতির বেঞ্চে শুনানিকালে হট্টগোলের ঘটনায় গ্রেপ্তারকৃত এ আইনজীবী ১১ আগস্ট পুলিশের হাতে গ্রেফতারের পর নির্যাতনে আহত হয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন । এই আইনজীবীর মৃত্যুর পেছনে দায়ী মুলত দুই বিচারপতি, এটর্নি জেনারেল এবং নির্যাতনকারী পুলিশ । একটি মামলায় একজনের ব্যাপারে রায় দিতে গিয়ে সিনিয়র আইনজীবীদের অনুরোধ সত্বেও অপ্রাসঙ্গিকভাবে বিরোধীদলীয় নেতাকে কটাক্ষ করায় আদালতে হট্টগোল হয় । কিন্ত আওয়ামীলীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হলেও পুলিশ শুধু বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে মামলা করে । এরপর এটর্নি জেনারেলের নির্দেশে এমইউ আহমেদকে গ্রেপ্তার করে নির্যাতন করে । পুলিশ যে এটর্নি জেনারেলের নির্দেশে নির্যাতন করেছে তা বুঝা যায় দুই পক্ষের সমঝোতার পর এটর্নি জেনারেল আশ্বাস দেন যে আর কাউকে নির্যাতন করা হবে না । আর এই দুই বিচারপতিও অন্যায়ভাবে দুপক্ষের মধ্যে জগড়া হলেও শুধু বিএনপির আইনজীবীদের সনদ বাতিলের নির্দেশ দেন । শুধু এই বিষয়ে নয় মানিক-গোবিন্দ বেঞ্চ হেন কোন বিষয় নেই যা নিয়ে রুল জারি করেননি । তারা শুধু বিএনপি জামায়াতের বেলায় কঠোর আদেশ দেন কিন্তু সরকার এবং নিজেদের স্বার্থে খুবই যত্নবান । যার সর্বশেষ নিদর্শন বিচারপতিদের আয়কর দেয়ার আদেশ স্থগিত করা ।

তাই বিচারবিভাগ রক্ষার স্বার্থে অবিলম্বে এই দুই আইনজীবী, এটর্নি জেনারেল এবং স্বরাষ্টমন্ত্রী ও আইন মন্ত্রী প্রতিমন্ত্রীর অপসারন প্রয়োজন । কারন আইন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যোগসাজস করে খুনের মামলার আসামী থেকে শুরু করে হাইকোর্টে ভাংচুরকারীকে বিচারপতি বানিয়েছেন । এখনো সময় আছে জনগণের ধাওয়া খাওয়ার আগে ঠিক হয়ে যান । কারন পুলিশ দিয়ে বেশিদিন জনগণের হাত থেকে বাঁচা যাবে না ।