একটি এনালগ আবেদনপত্র

জাকির হোসেইন
Published : 26 April 2016, 01:59 AM
Updated : 26 April 2016, 01:59 AM

২৫. ০৪.২০১৬
বরাবর
মাননীয় ব্লগপোষক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ।

বিষয়ঃ টেকনিক্যাল প্রোব্লেম সল্যুশনের জন্য আবেদন।

প্রিয় মহোদয়,

বাংলাদেশের একমাত্র অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও এর ব্লগ সাইডের আমি একজন নিয়মিত পাঠক ও লেখক। ব্লগের লেখক হিসেবে আমি দীর্ঘ দিন ধরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি যা আপনাদের অবহিত না করলেই নয়। আজকের কথাই বলি, আজ (২৫.০৪) বিকাল ৫.০৯ নিতাই বাবুর লেখায়, ৫.৩৫ মিনিটে রাজ্জাক ভাইয়ের লেখায় এবং ৫.২৫ মিনিটে জনাব সামাদ আজাদের পোস্টে মন্তব্য জমা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি, রাত ৯.৪৬ মিনিট পর্যন্ত তা এপ্রুভালের জন্য অপেক্ষা করছে। আমরা যারা পরিশ্রম করে, মেধা খাটিয়ে দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে লিখছি তারা কোন পারিশ্রমিকের বিনিময়ে তা করছি না। এখানে লিখতে গিয়ে আমরা আনন্দ পাই, প্রশংসা জুটে কখনো কখনো নির্ভেজাল সমালোচনা হজম করতে হয়। একজন লেখক এই টক-মিষ্টি-ঝাল আস্বাদন করতে চান বলেই আপনাদের সাইডে নিবন্ধিত হয়েছেন। কিন্তু একাউন্ট লক করা, সঠিক পাসওয়ার্ড টাইপ করার পরও লগইন না হওয়া, মন্তব্য টাইপ করার পর জমা দানের জন্য বারে বারে ক্লিক করা, কখনো কখনো টাইপ করা মন্তব্যটি মুছে যাওয়া সর্বোপরি ঘণ্টার পর ঘণ্টা এপ্রুভালের জন্য অপেক্ষা করানো খুবই পীড়াদায়ক ব্যাপার। সাধারণত একটি মন্তব্য জমা হলে, তার প্রত্যুত্তর করা লেখকের শিষ্টাচারের মধ্যে পড়ে। কর্মব্যস্ততার কারণে কখনো কখনো তা হয়ে ওঠে না। ফলে অনেক লেখক এই সৌজন্যবোধ দেখাতে না পেরে হীণমন্যতায় ভুগেন। তাছাড়া বাংলা টাইপ যে কত সময় সাপেক্ষ ও বিরক্তিকর বিষয় তা ভুক্তভোগী মাত্রই জানেন। আরো একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, তা হল- আপনাদের সার্ভার আপ-গ্রেডেশন দরকার। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, সে তুলনায় সার্ভার যথেষ্ট লোড নিতে পারছে না।

পরিশেষে, উল্লেখিত সমস্যাগুলোর আশু সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

বিনীত
হতভাগ্য ব্লগারগোষ্ঠীর পক্ষে-
জাকির