সাবধান বাড়িতে কুকুর আছে

আসাদুজ্জামান
Published : 23 Feb 2015, 06:31 AM
Updated : 23 Feb 2015, 06:31 AM


অন্যান্য সকল প্রানির ভিতর কুকুর একটি মনিব ভক্তো প্রানী,কুকুরের ঘ্রান শক্তি প্রখর ।বিভিন্ন রকমের অপরাধিদের সায়েস্তা করতে বর্তমানে কুকুরের ভুমিকা অপরিসিম।আমাদের দেশে অনেকের বাড়ি পাহারা দেবার জন্য কুকুর পালা হয় কুকুর মানুষের মত সব কিছু বুঝতে পারে।আমাদের সমাজে প্রায় সব জায়গাতেই কুকুর দেখা যায় যে কুকুর গুলি থাকে অবহেলিত এছাড়া কিছু কিছু কুকুর আছে যে কুকুর গুলি বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে যায় এবং সমাজে বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে।সমাজের অপরাধ দমন করতে পুলিশের পাষা পাশি কমিনিউটি পুলিশের ও ভুমিকা রয়েছে। কমিউনিটি পুলিশিং যে ভাবে বিভিন্ন প্রশিক্ষন এর মাধ্যমে করা হয় ঠিক তেমনি যে সকল বাড়িতে কুকুর পালা হয় তাদের কুকুর গুলিকে যদি সঠিক প্রশিক্ষন দিয়ে সমাজে ছাড়া হয় এবং সঠিক ভাবে চিকিৎসা নিস্চিত করা যায় তাহলে র‌্যাবের কুকুর যদিও উন্নত জাতের তারপর ও এই দেশি কুকুর গুলি কোন অংশে পিছিয়ে থাকবেনা বল মনে করি তাই এই বিষয়টিতে সমাজের সর্বস্তরের জনগনের সহযোগিতা সহ বিষয়টির প্রতি বিষেশ দৃষ্টি আকর্ষন করছি।সাবধান বাড়িতে কুকুর আছে।