জারবেরা ফুল

আসাদুজ্জামান
Published : 15 May 2017, 02:58 AM
Updated : 15 May 2017, 02:58 AM

ফুলের রাজধানী যশোর জেলার গদখালী। যশোর বিমানবন্দর হতে ২৫ কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলায় গদখালি গ্রাম। গদখালি গ্রামের বেশির ভাগ কৃষকই এখন ফুল চাষ করে লাভবান।

ছবি: আসাদুজ্জামান লিটন

প্রতিদিন বিকেলে গদখালি বাজারে ফুলের হাট বসে। প্রতিটি জারবেরা ফুল ১০টাকা হারে বিক্রি করে ফুল চাষিরা।

.

এ বিষয়ে জারবেরা চাষি আমীর জানায়, জারবেরা ইন্ডিয়ার পুনার একটি ফুল। এই ফুলে বেশ অনেক গুলি রং হয়। বাংলাদেশে ছয় থেকে সাত প্রকারের রঙের জারবেরা ফুলের চাষ করা হয়। প্রতিটি জারবেরা ফুলের চারা ৫০ থেকে ১০০ টাকায় ক্রয় করতে হয়। এক বিঘা জমিতে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা ব্যয় করার পর মোটামুটি ভালই মুনাফা ঘরে ফেরত আসে।