পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান কি সুফল দেবে?

জুলকারনাইন
Published : 5 April 2012, 05:11 PM
Updated : 5 April 2012, 05:11 PM

সকালে অফিস যাওয়ার পথে মহাখালী যেতে না যেতেই প্রচুর লোক সমাবেশ, যানজট এবং স্লোগানে মুখর চারদিক। ব্যাপার কী? পথচারীদের প্রশ্ন করে জানা গেলো, করাইল বস্তি উচ্ছেদ চলছে-প্রতিবাদ জানতেই এই ব্যবস্থা।যাই হোক অনেক সময় ব্যয় করে অফিসে পৌঁছলাম। জানলাম, হাজার হাজার মানুষ অধ্যুষিত করাইল বস্তি উচ্ছেদ করা শুরু হয়েছে কোনও রকমের পুনর্বাসনের ব্যবস্থা না করেই। যদি তাই হয় তাহলে এই মানুষ গুলো যাবে কোথায়?আমাদের মানবিক বিবেচনা কী দিন দিন হারিয়ে যাচ্ছে? নাকি বিবেচনার গলা টিপে রোবোটিক হয়ে উঠছি প্রতিনিয়ত আমরা? এমনিতেই শহরে প্রচুর ভাসমান লোক এখানে সেখানে বসবাস করে।তার সাথে যদি এরা যুক্ত হয় তাহলে শহরের না কোনও সৌন্দর্য বর্ধন হবে না আইন-শৃংখলা পরিস্থিতির কোনও উন্নয়ন সাধন হবে।বরং উল্টোটাই ঘটবে বলা চলে।