সব সময় অস্থির থাকি….কাজে-অকাজে, চিন্তায়-দু:শ্চিন্তায়, হাল-হকিকতে…তাই অস্থির মানব নামে আমার এই ব্লগে আসা।
আশা করি…আপনাদেরকেও অস্থির রাখতে পারবো।
ক্যাটেগরিঃ ব্লগালোচনা
সব সময় অস্থির থাকি….কাজে-অকাজে, চিন্তায়-দু:শ্চিন্তায়, হাল-হকিকতে…তাই অস্থির মানব নামে আমার এই ব্লগে আসা।
আশা করি…আপনাদেরকেও অস্থির রাখতে পারবো।
আইরিন সুলতানা বলেছেনঃ
অস্থির পোস্ট! অস্থির ব্লগ, অস্থির ব্লগারদের মাঝে স্বাগতম!
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
ভাই/বোনরে, নানামুখী অস্থিরতায় প্রাণ এমনিতেই ওষ্ঠাগত। আপনি আসছেন অস্থিরতা আরো বাড়াতে! পারলে একটু কমান।
স্বাগতম এই ব্লগে।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
🙂 অস্থির মানব, অস্থির সময়ে এলেন মোমের আলোর প্রতীক-এ !! প্রতিকটি কিন্তু শান্তির কথা বলছে !! আশাকরি শান্তিতে লিখে যাবেন যত অস্থির বার্তা !! ব্লগ-এ স্বাগতম।