ভারতে ক্ষমতার পালাবদল এবং কংগ্রেসের পরামর্শ প্রসঙ্গে

মোঃ আমিনুল হক
Published : 16 May 2014, 06:37 PM
Updated : 16 May 2014, 06:37 PM

বাংলাদেশের পার্শবর্তী দেশ ভারতে ক্ষমতার পালা বদল ঘটেছে। ক্ষমতাসীন কংগ্রেস সরকার এর শোচনীয় পরাজয় ঘটেছে। বিজেপি'র নেতৃত্বাধীন এনডিএ কেন্দীয় সরকারের ক্ষমতায় বসতে যাচ্ছে। নতুন সরকারের জন্য নতুন পথ চলা শুরু হবে।
পত্রিকার মাধ্যমে জানতে পারলাম বিদায়ী কংগ্রেস সরকার নতুন সরকারের জন্য বাংলাদেশের জন্য "সুনির্দিষ্ট পরামর্শ" রেখে যাচ্ছে। বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর হয় এমন কোন পদেক্ষেপ যেন নতুন সরকার না নেয় তার জন্য পরামর্শ থাকবে।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভারতের বিজয়ী দলকে অভিনন্দন জানাই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তাই পার্শবর্তী দেশ হিসেবে ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ বন্ধুত্ব সূলভ আচরণ প্রত্যাশা করে। এই বন্ধুত্ব সুলভ আচরণ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত সকলের জন্য হওয়া উচিত।