বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির পদধ্বনি

মোঃ আমিনুল হক
Published : 1 Sept 2014, 05:46 PM
Updated : 1 Sept 2014, 05:46 PM

প্রকৃতির স্বাভাবিক নিয়মানুসারে কোন স্থান শূন্য থাকে না। গণতন্ত্রের এই যুগে বিশ্বের সকল স্বাধীন দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠানিক বিকাশের স্বার্থে দেশের মানুষকে স্বাধীনভাবে মতামতবিষয়ে কাশের অধিকামধ্যে দিতে হবে । স্বাধীনভাবে রাজনীতি করতে দিতে হবে। পাকিস্তান আমলের মৌলিক গণতন্ত্রের কথা আমরা জানি । তখন গণতন্ত্র ছিলো নিয়ন্ত্রিত । একবিংশ শতাব্দীতে এসে আমরা নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা ভাবতে পারি না। মুক্ত মনের মানুষ মুক্তভাবে মতামত প্রকাশ করবে, করতে পারবে । গণতন্ত্রের সৌন্দর্যতো মুক্ত স্বাধীনতা। বাংলাদেশের জনগণ সকল প্রতিবন্ধকতা দূরে রেখে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশ দেখতে চায় ।
রাজনৈতিক দল সমুহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অপরিহার্য অনুসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক দল সমুহের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস প্রকট। পারস্পরিক বিশ্বাস ও আস্থা না থাকায় যেকোন বিষয়ে দল সমুহের মধ্যে সমঝোতা হয় না। এতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পায়। গণতন্ত্রের মনোভাব সম্পন্ন দলসমুহের মধ্যে সমঝোতা না হলে উগ্রপন্থী দলসমুহ মাথা চাড়া দিয়ে উঠবে।