পার্বত্য জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে

মোঃ আমিনুল হক
Published : 8 Dec 2014, 04:08 PM
Updated : 8 Dec 2014, 04:08 PM

তিন পার্বত্য জেলায় জেলা পরিষদ সমূহে নির্বাচিত জন প্রতিনিধি না থাকায় এই প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। পার্বত্য এলাকায় বসবাসকারী পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সকলেই চান প্রতিষ্ঠান সমূহে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি পরিষদের দায়িত্ব পালন করুক। একথা বলার অপেক্ষা রাখে না যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহে গনতন্ত্রের চর্চা না থাকলে নেতৃত্বের বিকাশ হয় না।

প্রতিষ্ঠার পর হতে ২৪ বৎসর অতিক্রম হলেও এখনো কোন নির্বাচন হয়নি । তবে প্রতিষ্ঠার পর খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাচন হয়েছে একবার । গণতন্ত্র ও উন্নয়ন-এই দুটি প্রয়োজনীয় অনুসঙ্গ । ডিজিটাল গণতান্ত্রিক যুগে পার্বত্য এলাকায় গণতন্ত্রের স্বপ্ন অধরাই রয়ে গেল । পার্বত্য এএলাকায় সকলেই চায় জেলা পরিষদের নির্বাচন হোক। জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলেই চান প্রতিযোগিতা মূলক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক।