ঢাকার খুব কাছাকাছি বাংলার প্রাচীন রাজধানী সোনার গাঁওয়ের পেরাবো গ্রামে এর অবস্থান। প্রায় ৯ বিঘা জমির উপর তাজমহলটি নির্মান করা হয়েছে। দর্শনার্থীদের জন্য তাজমহলটি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খলা থাকে। প্রবেশ মুল্য ৫০ টাকা।
ঢাকা থেকে সরাসরি তাজমহলে যাওয়া যায়, যদি আপনি নিজস্ব গাড়ী নিয়ে যান। ধাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মদনপুরে এসে এশিয়ান হাইওয়ে রাস্তা থেকে প্রায় ২ কিলোমিটার সরু রাস্তা দিয়ে তাজমহলে যেতে হবে। এছাড়া আপনি কাচপুর হয়ে রুপগঞ্জের বরপা দিয়েও তাজমহলে যেতে পারেন। আবার চিটাগাং রোড ও নারায়ণ গঞ্জ থেকে সরাসরি “বাধন পরিবহন” নামে বাস সার্ভিস আছে।
আরীফ খান স্বাধীন বলেছেনঃ
বাংলার তাজমহল সম্পর্কে বিস্তারিত জানতে চাই ঢাকা হতে কিভাবে যেতে হয়?
মোঃ আমিনুল হক বলেছেনঃ
ঢাকার খুব কাছাকাছি বাংলার প্রাচীন রাজধানী সোনার গাঁওয়ের পেরাবো গ্রামে এর অবস্থান। প্রায় ৯ বিঘা জমির উপর তাজমহলটি নির্মান করা হয়েছে। দর্শনার্থীদের জন্য তাজমহলটি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খলা থাকে। প্রবেশ মুল্য ৫০ টাকা।
ঢাকা থেকে সরাসরি তাজমহলে যাওয়া যায়, যদি আপনি নিজস্ব গাড়ী নিয়ে যান। ধাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মদনপুরে এসে এশিয়ান হাইওয়ে রাস্তা থেকে প্রায় ২ কিলোমিটার সরু রাস্তা দিয়ে তাজমহলে যেতে হবে। এছাড়া আপনি কাচপুর হয়ে রুপগঞ্জের বরপা দিয়েও তাজমহলে যেতে পারেন। আবার চিটাগাং রোড ও নারায়ণ গঞ্জ থেকে সরাসরি “বাধন পরিবহন” নামে বাস সার্ভিস আছে।
আরীফ খান স্বাধীন বলেছেনঃ
অসংখ্য ধন্যবাদ