একজন নোবেল লরিয়েট এর দুঃখ

ফারজানা জেরিন
Published : 24 August 2012, 06:16 AM
Updated : 24 August 2012, 06:16 AM

স্যার, অবশ্যই আজ একটা কালো দিন. তবে এই কালো দিনটি আপনার জন্য নয়, গ্রামীণ ব্যাংকের জন্যও নয়. গ্রামীণ ব্যাংকের সক্ষমতা এবং এর সফলতা সম্পর্কে তো বিশ্বের সকলেই ওয়াকিবহাল. আর এই ব্যাংকটিকে সাফল্যের স্বর্ণশিখরে পৌছে দিতে আপনার অপূরণীয় অবদান কে মুছে ফেলার ক্ষমতা একমাত্র উপরওয়ালা ব্যতীত আর কারো নেই. তবে স্যার আমরা হতভাগ্য জাতি, যারা আপনার মত একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করার সকল উপায় প্রতি মুহূর্তে বের করার চেষ্টা করে চলেছি.যদিও এখন পর্যন্ত সফল হতে পারিনি। আমরা যতই চেষ্টা করি না কেন, এ লজ্জা আমাদের সবার, কেননা এ সরকারকে আমরাই ক্ষমতায় এনেছি, তাই তাদের সকল সুকর্ম ও অকর্মের গ্লানি আমাদের উপরেও বর্তায়. স্যার, গ্রামীণ ব্যাংক ও আপনার হারানোর কিছুই নেই। সক্রেটিস এর হত্যাযজ্ঞ তার নশ্বর শরীরটিকে কেড়ে নিয়েছিল পৃথিবীর বুক থেকে, তবে আজীবনের জন্য তার স্থান করে দিয়েছে মানব সভ্যতা বিকাশের ইতিহাসে. গ্রামীণ ব্যাংকের প্রতি আমাদের এ হেন আচরণও ওই প্রতিষ্ঠান থেকে কেড়ে নিয়েছে আপনাকে, তবে আপনাকে চিরজীবনের মত স্থায়ী করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে.যতদিন পৃথিবীতে সভ্যতা থাকবে, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা তত্ত্ব থাকবে, ততদিন আপনি ও আপনার তত্ত্ব বেচে থাকবে প্রতিটি সভ্যতায়, প্রতিটি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা এর উদ্যোগে।