অর্থমন্ত্রীর বক্তব্য এবং সুশাসনের প্রথম শর্ত

আশাবাদী
Published : 20 May 2012, 05:02 PM
Updated : 20 May 2012, 05:02 PM

দেশে সব জায়গায় দুর্নীতি আছে, অর্থমন্ত্রী এটা স্বীকার করার মানে এই নয় যে, অন্য কোনো সরকারের আমলে দেশে দুর্নীতি ছিল না কিংবা অন্য কোনো সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না। বরং এটা আশা করা যায় যে, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর অকপটে কিছু বিষয় বলার মধ্য দিয়ে দেশবাসী ভাতে পারি – দুর্নীতির সমস্যা নিয়ে সরকার অনেকটাই অবহিত। এতে করে দুর্নীতি দূরীকরণের কিছু কাযর্কর উপায় বের হতে পারে। সরকার চাইলে দেশের জ্ঞানীগুণী -অভিজ্ঞজনেরা সরকারকে এব্যাপারে মতামত দিয়ে , পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। তবে, বতর্মান সরকার অবহিত থাকা সত্বেও গত তিন বছরে দুর্নীতি হ্রাসকরণে তেমন কোনো ব্যবস্থা না নেয়াটা খুবই দুঃখজনক। যা-ই হোক, সাবাস অর্থমন্ত্রী । সরকারকে ধন্যবাদ আপনার মতো একজন সাহসী ব্যক্তিকে মন্ত্রী পরিষদে গুরুত্ব সহকারে রাখার জন্যে।