কোথায় চলেছি আমরা?

জীবন পথিক
Published : 23 Jan 2012, 08:29 AM
Updated : 23 Jan 2012, 08:29 AM

আলোর ফাঁদে যখন পোকাগুলো মনের আনন্দে উড়ে গিয়ে ঝাপিয়ে পরে তার ঠিক আগ মুহূর্তে কি বুঝতে পারে কোথায় যাচ্ছে সে? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ এর অভিভাবক যখন বলেন " হিন্দি ভাষা শেখার মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব" তখন বুকের ভেতর যে রক্ত ক্ষরণ হয় সেটা আমাদের পতাকার লাল রঙের চেয়ে কি কম ? উন্মুক্ত আকাশ পথে যে ভয়াবহ সংস্কৃতি আমার ছোট্ট শিশুকে, তার ভাষাকে- অনায়াসে দখল করে নেয় তখন লজ্জায় মাথা মিশে যায় মাটির সাথে। ধিক্কার সেই জ্ঞানপাপিকে..। ধিক্কার। কবে জানি শুনতে হয় বাংলাদেশে ভারতীয় মুদ্রা চালু করলে ব্যবসা বানিজ্যে সুবিধা হবে সবার। হয়তো সেদিন আর খুব দূরে নয়…..