কোনটা সত্য?

জীবন পথিক
Published : 25 Jan 2012, 08:44 AM
Updated : 25 Jan 2012, 08:44 AM

প্রিয় ব্লগারগণ, আসুন আমরা সত্যটা জনার চেষ্টা করি। যুদ্ধাপরাধী বিচার শুরু হয়েছে। এই বিষয়টির সাথে আমাদের জাতিস্বত্তার ইতিহাসের প্রশ্ন জড়িত। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কি আমরা নির্লিপ্ত থাকবো ? আমাদেরকে যা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি তাই মাথা পেতে নেবো ? আমাদের শিক্ষা লব্ধ জ্ঞান, আমাদের অর্জিত জীবনবোধ কি আমাদের বিবেক কে আসামীর কাঠগড়ায় দাড় করাবেনা কখনো ? আসুন না আমরা একটু সচেতন হই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে এই মূহুর্ত পর্যন্ত সামগ্রীক বিষয়টুকু জানার চেষ্টা করি। জানার মাধ্যম এখন আমাদের হাতের নাগালের মধ্যেই । ইন্টারনেট, দৈনিক পত্রিকা, টেলিভিশন, সবগুলো মাধ্যমই আমাদের নাগালের মধ্যে । যুদ্ধাপরাধীদের স্বাক্ষী চলছে আদালতে । সকল পত্রিকায় কম-বেশি তা প্রকাশ করে প্রতিদিন। আসুন আমরা অন্তত দুইটা দৈনিক পত্রিকায় একটু চোখ রাখি। নয়াদিগন্ত আর প্রথম আলো যদি পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করি তবে আমাদের বিবেক আমাদের সত্যটা জানিয়ে দেবে। যে যাই বলুক না কেন আসুন না মরিচ টা কি ঝাল না মিষ্টি সেটা আমরা নিজেদের জিভ দিয়েই পরীক্ষা করে দেখি। যারা এই লেখাটা পড়বেন তাদের কাছে অনুরোধ, যদি আপনি একমত হন তবে লেখাটা শেয়ার করুন। সবার জন্য শুভ কামনা।