খোলা চিঠি: আমাকে ভুল বুঝবেন না

রাফে সাদনান আদেল
Published : 16 May 2012, 08:36 PM
Updated : 16 May 2012, 08:36 PM

শ্রদ্ধেয় সুফিয়ান ভাই,
আমি আছি আপনার সাথে, থাকবো। একদিন আপনার সাথে কাজ করার সুযোগ আমার হবেই, এই বিশ্বাস আমার আছে। আমাকে ভুল বুঝবেন না। বিডি নিউজ একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাদের সম্পাদকীয় নীতি থাকবে আর আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তবে আমরা অনেক কথাই সরাসরি বলতে পারি না। তখন আমাদের খানিকটা কূটনৈতিক হতে হয়। লিখতে হয় গল্প। বাস্তবের চরিত্রগুলোর কথাও তুলে ধরতে হয় গল্পের ছলে, যা সম্ভব নয় সংবাদের প্রতিবেদনে। আমি ব্লগে সেই সুযোগ পেয়েছিলাম। আর তাই করে যাচ্ছিলাম। বিশ্বাস করুন আমার এই ছদ্মনামি চরিত্রের পেছনের মানুষগুলো আমার লেখা পড়ে আমাকে ফোনও করেছে বিভিন্ন সময়ে। তার মানে তাদের কাছে আমার মেসেজ পৌছেছে। আর তা যখন হয়ে উঠছে না তখন বিডি বগ্ল এর নাগরিক সাংবাদিকতায় আমি কেন থাকবো? আবারো বলি, আমাকে ভুল বুঝবেন না।

ব্লগারদের ভালোবাসা আমার প্রেরণা হয়ে থাকবে…। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে।

আমার এই ধারার ব্লগ লেখা যেদিন বিডি ব্লগে স্বীকৃতি পাবে, সেদিন আবারো লেখা শুরু করবো কথা দিচ্ছি।