তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং …………

আমিন আহম্মদ
Published : 10 May 2011, 08:20 AM
Updated : 10 May 2011, 08:20 AM

আজ মহামান্য আদালত জাতীর ঘাড় হতে আর একটি কলংক জনক অধ্যায়ের সমাপ্তি ঘটালেন। এ জন্য মহামান্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।

আমি বিশেষ করে বর্তমান প্রধান বিচার পতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই । তিনি বেশ কিছু যুগান্তকারী ও ঐতিহাসিক রায় জাতিকে উপহার দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল : ১. বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ২। পঞ্চম সংশোধনী বাতিলের ঐতিহাসিক রায় সহ আজকের তত্ত্বাবধাযক সরকারের (এক ঘরে দো-পীর) প্রথা বাতিল রায়।

তিনি এখানে জাতীয় ও রাজনৈতিক সহিংসতা যাতে না ঘটে সেদিকে খেয়াল রেখে আবার এ পদ্ধতি আগামী দু-ই নির্বাচন পর্যন্ত রাখা এবং এ পদে অবসর-প্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়োগটিও না রাখার জন্য পরামর্শ দিয়েছেন। এ রায়ের ফলে তিনি প্রমান দিলেন যে, তিনি পদ বা ক্ষমতার জন্য লালায়িত নন। তার একটা পরিস্কার উদাহরন ও ধারনা জাতিকে দিয়েছেন। এছাড়া সম্প্রতি তিনি আদালতে মামলার জট কমানোর জন্যও কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়ার ফলে মামলা নিষ্পত্তিতে গতির সঞ্চার হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ।।