আপনার মতামত দিন। প্রসঙ্গ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়।

আমিন আহম্মদ
Published : 13 Feb 2018, 04:29 PM
Updated : 10 May 2011, 10:38 AM

মাননীয় আদালত আজ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় প্রদান করেছেন। সাথে সাথে কিছু পরামর্শও দিয়েছেন।

রায়ের মধ্যে পরামর্শগুলো নিম্নরূপ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল, তবে-
১। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাজনৈতিক সংঘাত এড়ানো এবং ধারাবাহিকতা ও শৃংখলা বজায় রাখার জন্য আগামী দুটি নির্বাচন করা যেতে পারে।
২। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে সর্বশেষ অবসর প্রাপ্ত প্রধান বিচারপতিকে করার নিয়ম বা আইনটি না রাখার পরামর্শ দিয়েছেন আদালত। এব্যাপারে সংসদে আইন প্রনয়ন করা যেতে পারে।

এ রায়কে ইতিমধ্যে দেশের বেশীর ভাগ সিনিয়র ও অভিজ্ঞ আইনজীবি দ্বয় স্বাগত জানিয়ে তাদের মতামত দিয়েছেন। যদিও বিএনপি পন্থী আইনজীবিরা এর সমালোচনা করেছেন। তারা বলেছেন, সুপ্রিম কোর্টের রায় স্ববিরোধিতার সামিল। সম্মানীত পাঠক, আপনারা কী মনে করেন?

রায়টি সম্পর্কে আপনার মতামত কি ? ১। খুব ভাল হয়েছে ২। ভাল হয়েছে ৩। মোটা মোটি ভাল হয়েছে ৪। ভাল হয়নাই ৫। মন্তব্য নাই।

উভয় ক্ষেত্রে আপনার রায়ের পক্ষে বিস্তারিত লিখতেও পারেন। ধন্যবাদ।