শুধু জিপিও নয়, ধুমপানমুক্ত করুন সারাদেশকে

ডাক্তার সুলতানা আলগিন
Published : 12 Dec 2012, 07:05 PM
Updated : 12 Dec 2012, 07:05 PM

ঢাকা জিপিওকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে চাই। ধুমপান হচ্ছে সকল নেশার হাতেখড়ি। এখান থেকেই শুরু হয় নেশার জীবন। এটা নেশারু জীবনের লাইসেন্স। আমি ব্যাক্তিগত চিকিৎসক অভিজ্ঞতায় দেখেছি নেশায় ডুবে থাকা যত রোগীই সুচিকিৎসা ওজীবনের সন্ধানে এসেছেন তারা সবাই সিগারেট আসক্তি দিয়ে নেশার জীবন শুরু করেন। তাদের করুন স্টেটমেন্ট শুনেছি। তারা বলেছেন শুরুতে যদি তাদের অভিভাবক সিগারেট পান নিরোধ করতে পারতেন তবে তারা গাজা হেরোইন চরস নেশায় জড়িয়ে পড়তেন না। এমনকি যারা মদ, ফেনসিডিল আসক্ত তারাও সরল ভাবে দায়ী করেন সিগারেটকে। এই সিগারেটকে যদি রাষ্ট্র শক্ত ভাবে দমন না করে তবে দেশ নেশাসক্তদের তাসের দেশে পরিনত হবে তা বলাই বাহুল্য। একারনে যখনই কোন ধুমপান বিরোধী খবর দেখি তা আমাকে আশান্বিত করে। আগামীতে দেশ আরও বেশী নেশামুক্ত হবে।

কোটি মানুষের জীবনের দামে রাষ্ট্র এই বিষ-কর ও নষ্ট-আয়ের জন্য লালায়িত হতে পারে না।

লেখক:একটিভিস্ট এবং কো-চেয়ার
আয়ুষ্মান জেরিয়াট্রিক ফাউন্ডেশন ,ঢাকা
দীর্ঘ আয়ুর জন্য মানসিক সেবা