বাংলার’ ইজারা দুই-শক্তিকে কে দিল?

আলী আকবর
Published : 6 Sept 2012, 04:54 AM
Updated : 6 Sept 2012, 04:54 AM

'বৃটিশরা লুঠ-পাট করছে'–এ চেঁচামেচি করতে করতে, পাকিস্তান হলো । আবার, "পাকিস্তানীরা লুঠ-পাট করতেছে"– এ চেঁচামেচি শুনতে শুনতে, বাংলাদেশ হলো । আবারও, চেঁচামেচি চলছে, "আওয়ামীলীগ চেঁচায়–'বিএনপি লুঠ-পাট করে । আর, বিএনপি চেঁচায়–'আওয়ালীগ লুঠ-পাট করে ।" তা'হলে, সরল অংকের ফলাফলটা কী, একই রইলো না ??! এরই মাঝে, আজকের পত্রিকায়, এক লোকের চেঁচামেচি লিখিত হলো–"তৃতীয়-শক্তিকে, ক্ষমতায় আনার ষড়যন্ত্র(?) চলছে//জনগন মেনে নেয়নি–নেবে না ।" প্রশ্ন রইলো—"শুধুই, আপনাদের দুই-শক্তিকে, লুঠ-পাটের ইজারা দিলো কে ? আর, আপনারা ও আপনাদের চামারারা কী শুধু জনগণের সংজ্ঞায় পড়েন ?"
কোন্ কীতাবে কে লিখেছে—"রাজনিতিজীবীরা-ই দেশ চালাবে"? আপনারা পরস্পরকে "ব্যর্থ" বলে আখ্যায়িত করেছেন। তো, আপনারা যখন ব্যর্থ, তখন দেশ কী অচল হয়েই পড়ে থাকবে– আর আনাদের খুনোখুনি দেখবে ? কোনও যাত্রীবাহি বাসের চালক, যদি পথিমধ্যে অক্ষম হয়ে পড়ে, আর সে সময়ে যদি, যাত্রীদের মধ্যকার কোন "যোগ্য" যাত্রী গাড়িটি চালনার দায়ীত্ব গ্রহণ করেন–তা' যাত্রীদের জন্য অবশ্য-ই কল্যাণকর। আপনারা উভয়ই, সংসদে কটাক্ষের সুরে বলেছেন, 'সুশীল-সমাজ কিছুই বোঝে না'—-তা'হলে কী, নিজেদেরকে "কুশীল-সমাজ" হিসেবে স্বীকার করেছেন ?