বর্তমান সরকারের বিরুদ্ধে দেশিয় মিডিয়া-যুদ্ধ

জনতার মতামত
Published : 21 March 2012, 10:17 AM
Updated : 21 March 2012, 10:17 AM

মাহমুদুর রহমান মান্নার উপস্থাপনায় গতকাল রাতে পত্রিকা সংবাদ পর্যালোচনায় জনাব নূরুল কবির যেভাবে আবেগপ্রবন হয়ে বাংলাদেশের খেলোয়ারদের প্রশংসা করতে গিয়ে বললেন রাজনৈতিক নেতা নেত্রীর দ্বারা এদেশে কোনও অর্জন আসেনি। স্বাধীনতার চল্লিশ বছরে শুধু বর্তমান এই বাচ্চা ক্রিকেটারদের দ্বারা আমরা কিছু অর্জন করতে পেরেছি। আমরা সাধারণ জনগণ জানতে চাই আপনাদের মত সমালোচনাকারীরা কী কী এনে দিয়েছেন জাতিকে? জনাব নূরুল কবির বিএনপির আইএসআই কলঙ্কের সাথে আওয়ামি লীগকেও সমান দোষী বানিয়ে একটা সুন্দর বেলান্স-মার্কা রাজনৈতিক সাফাই গেয়ে গেলেন।

দেশের বেশিরভাগ tv চ্যানেল বিভিন্ন ফরমেটে (টকশো, আলাপ-গল্প, স্ট্রীট শো) ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে যার যার মনের মত করে প্রচার যুদ্ধ চালাচ্ছেন যা বিশ্বের যেকোনো দেশে বিরল। কিছু না-পাওয়া নেতা, বিরোধী দল, কিছু গণমাধ্যমের ব্যক্তিত্বে, শিক্ষক ইত্যাদি দিয়ে গণমাধ্যমগুলো বিশেষ স্কিম চালু রেখেছে। একুশে টিবি তো একধাপ এগিয়ে বিভিন্ন প্রচার চালাচ্ছে যা দেখে দিগন্ত টিবি ও লজ্জ্বা পায়।

আমাদের জনগণের জানতে ইচ্ছে করে ভাই আপনার যারা বসে বসে এত বুঝতেছেন, তাদের কাছে জাতি কিছু আশা করতে পারে না?