মৃত্যু!! যাকে অস্বীকার করার উপায় কারোর নেই

আরীফুর রহমান
Published : 26 May 2012, 03:17 AM
Updated : 26 May 2012, 03:17 AM

সাধারনত আমরা দেখতে পাই যে, মৃত্যু নিয়ে কোন আলোচনা বা এ সম্পর্কে তেমন একটা কেউ ভাবতে চায় না। কিন্তু কে না জানে প্রত্যেক জীবনকেই এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু এক চরম বাস্তবতা; যাকে অস্বীকার করার উপায় কারোর নেই। পূর্ব-পুরুষদের মৃত্যুও কী এ বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করে না? মৃত্যু হঠাৎ এসে দোরগোড়ায় উপস্থিত হয়, তাকে ফেরত দেয়ার কোন উপায় তো নেই। তবে কেন এই লুকোচুরি! মৃত্যুর স্মরণ মহান আল্লাহ পাক উনার এক অবারিত নিয়ামত। মৃত্যুর স্মরণ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। মৃত্যু নিয়ে মানুষ চিন্তা করে না, মৃত্যুকে স্মরণ করে না বিধায় সমাজ আজ পাপাচারে ডুবে আছে। পৃথিবীর চাকচিক্যে যতোই ডুবে থাকুক না কেন, মানুষকে এই দুনিয়াই ত্যাগ করবে। সুতরাং আসুন আমরা মৃত্যুকে নিয়ে কিছু সময় ভাবি। মৃত্যু ভয় নিশ্চয়ই পাপ থেকে মানুষকে রক্ষা করবে। পরকাল ভুলে থাকলে অথবা অস্বীকার করলেও পরকালই মানুষের স্থায়ী ঠিকানা। দুনিয়া তো দু'দিনের ঠিকানা। সুতরাং দুনিয়ার ভাবনা ছেড়ে পরপারের চিন্তা-ভাবনাই মানুষকে সফলতা দান করবে।