বাড়ির মালিক না দুনিয়ার মালিক?

আরেফিন নিপন
Published : 28 Jan 2012, 05:49 AM
Updated : 28 Jan 2012, 05:49 AM

আমাদের পরিবারএর সবাই শিক্ষিত, সবাই আজ নিজ নিজ অবস্থানে ভাল আছেন। জীবিকার তাগিদে আমারা এখন ঢাকাতে বস-বাস করছি। ঢাকাতে আমাদের কোন বাড়ি নেই। একটা ভাড়া বাসাতে থাকি, ভাড়া একটু বেশি। মজার কথা হল যার বাসাতে আমারা আছি তিনি একজন সরকারি চাকুরীজীবী। কাজ করেন ভাল মানের একটা বিভাগে, তার পদবী "সহকারী পিয়ন"। মনে হয় না তেমন একটা শিক্ষিত, কিন্তু তার ঢাকাতে তার অনেক বাড়ি আছে। প্রতিদিন তার কত কথা যে আমাদের শুনতে হয় টা বলে শেষ করা যাবে না। তার কত কাহিনী। বাড়ি ভাড়া নেওউয়ার সময় তার কত আবদার যে আমাদের শুনতে হয় টা বলে শেষ করা যাবে না। আমাদের মত শিক্ষিত মানুষ যদি এই রকম অশিক্ষিত মানুষ এর কাছে ছোট হতে হয়, তবে শিক্ষার মান কোথায়?

আমরা সবাই যারা ভাড়া বাড়ীতে থাকি তারাই সুদু বুজি আমাদের কষ্ট। মাসের শেষ হতে না হতে টাকার জন্য তাদের কি চাপ। বলা নেই যা মনে চায় বলে দেয়, প্রতিবাদ করলে বলে ভাল না লাগলে বাসা ছেড়ে দিন। এই ভাবে কি ভাল থাকা যায়?

আল্লাহ্‌ এর দুনিয়াতে তারা কি কপাল নিয়ে না জন্ম গ্রহণ করেছিল। তারা নিজেদেরকে দুনিয়ার মালিক ভাবেন। মানুষ এর মায়া ভালবাসা তাদের ভিতর ছিটে-ফটা টুকু নেই।

আর কত দিন যে এই রকম ছোট হতে হবে বলাটা খুব মুশকিল।