সাকিব ভাই, তুমি চলে আসো

আরেফিন নিপন
Published : 9 April 2012, 05:42 PM
Updated : 9 April 2012, 05:42 PM

পর পর দুই ম্যাচ হারার পর যাদের লজ্জা হয় না তাদের সাথে তোমার খেলার দরকার নাই। তোমার মূল্য আমারাই বুজব,তারা বুজবে না। আমরা চাই না তুমি এই ভাবে ডাগআউট এ বসে থাকো।
ওই সব মূর্খরা তোমার মূল্য কি বুজবে, তাদের তো নেই। তারা কি জানে all-rounder মানে কী?

আমরা তোমাকে এই ভাবে বসে থাকতে দিব না, তুমি দেশে চলে আসো।যেই খেলোয়াড় মাঠ কাঁপিয়ে বেড়াতো,তার কি এই রকম বসে থাকাটা কি মানায়? তুমিই বল। তুমি আমাদের দেশের সম্পদ, আমরাই বুজি তোমার মূল্য।

দয়া করে তুমি চলে আসো, আমারা চাই না তোমার প্রতিভা এই ভাবে নষ্ট হোক। সামনে শ্রীলঙ্কার সাথে আমাদের খেলা আছে,তুমি দেশে আসো এবং এখন থেকেই অনুশীলন করা শুরু করে দাও।
তুমি আমাদের দেশেই খেল,আর দেশের সম্পদ দেশেই রাখো। আমারা চাই না তোমার এই রকম খেলা,যেই খেলা দেশের জন্য লজ্জা জনক।

প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ সাকিব ভাই তুমি চলে আসো।