আসুন একটি কাল্পনিক রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করা যাক

অর্ঘ্য
Published : 25 May 2012, 10:09 AM
Updated : 25 May 2012, 10:09 AM

রাষ্ট্র পরিচালনার (ক্ষমতা দখল) যোগ্যতা/অধিকার কি কেবল রাজনীতিবিদদের? আপনি আমি কি কেবলই জনগন? দেশে এত অশান্তি, সব কিছুর মূলে তো ওই ক্ষমতা নামক মধুই নাকি? কি দরকার এত বাড়াবাড়ির? আসুন একটি কাল্পনিক রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করা যাক-

আমার ব্যক্তিগত প্রস্তাবনা-
তথ্য মন্ত্রণালয়- শ্রেষ্ঠ ব্লগার, বিডিনিউজ২৪
সমাজকল্যাণ ও বাণিজ্য মন্ত্রণালয়- ডঃ ইউনুস!
আইন মন্ত্রণালয়- ব্যারিস্টার রফিকুল!
যোগাযোগ মন্ত্রণালয়- আনোয়ার হোসেন মঞ্জু!
স্বরাষ্ট্র মন্ত্রণালয়- তাজ!
পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রবাসী ব্লগার, বিডিনিউজ২৪
মহিলা ও শিশু মন্ত্রণালয়-ব্যারিস্টার তানিয়া!
রেল মন্ত্রণালয়- বরিশাল/ফরিদপুর অঞ্চলের সর্বাধিক ভোট প্রাপ্ত এম, পি

*দপ্তরবিহীন মন্ত্রণালয়- শেখ হাসিনা ও খালেদা জিয়া

প্রধানমন্ত্রী- অর্ঘ্য ( জনগন/প্রভুর সেবায় নিবেদিত) হা হা।

* কেবল মাত্র নির্বাচিত প্রতিনিধিদের জন্য সংরক্ষিত ।

(বি.দ্র. এটা কেবলই ফান হিসাবে বিবেচনা করার অনুরোধ রইল।)