কোন পথে আমাদের যুব সমাজ?

আরিফ৩৬৫
Published : 11 July 2012, 05:56 PM
Updated : 11 July 2012, 05:56 PM

কোন পথে আমাদের যুব সমাজ?

আজকের যুবকরাই আগামী দিনের চালিকা শক্তি। তাদের হাতেই আমদের দেশের ভবিষ্যৎ । সেই যুব সমাজ যখন ধ্বংসের পথে তখন আমাদের ভবিষ্যৎ কোথায়?
নানা অপকর্ম আর অপরাধের সাথে আজ তাদের বন্ধুত্ব । দেখার যেন কেউ নেই। সবার সামনে এভাবে নষ্ট হয়ে যাছে আমাদের ভবিষ্যৎ আর আমরা এখনও চুপ করে বসে থাকব তা হতে পারেনা। আসুন সবাই এক সাথে রক্ষা করি আমাদের যুব সমাজকে।

কিভাবে বিপথে যাছে তারা?

নানা ভাবে যুবকরা বিপথে যাছে। তার মধ্যে প্রধান কারনগুলো হলঃ
১) মাদকাসক্ত
২) পর্নোগ্রাফি
৩) ইভটিজিং ও অন্যান্য অপরাধমুলক কর্মকাণ্ড ।

মাদকাসক্তিঃ
যুব সমাজের সিংহভাগ আজ মাদকাসক্তিতে জরিত। যেভাবে মাকাসক্তিতে আসক্ত তারা?
১। অসৎ বন্ধুদের সাথে মেলামেশার মাধমে।
২। ফ্যাশন বা আধুনিকতার নামে।
৩। প্রেমে ব্যর্থতা।
৪। আকাশ সংস্কৃতির কালো প্রভাব ।
৫। পারিবারিক সহযোগিতার অভাব।

পর্নোগ্রাফিতে আসক্ত যেভাবেঃ
১। অসৎ বন্ধদের প্ররোচনার মাধমে।
২। ইন্টারনেট এর সহজ লভ্যতা ।
৩।মালটিমিডিয়া মোবাইল ফোনের সহজ লভ্যতা।
৪। পরিবারের অসচেতনতা।
৫।সর্বোপরি সামাজিক সচেতনতার অভাব।

যুব সমাজ রক্ষায় আমাদের করনীয়ঃ
১। সমাজের প্রতিটি মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
২।ছাত্ররা নিয়মিত ক্লাস করে কি না তার খোঁজ খবর নেয়া।
৩।তাদেরকে রাত জেগে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে না দেয়া।
৪।মালটিমিডিয়া ফোন না দিয়ে সাধারন ফোন ব্যবহার করতে দেয়া।
৫।অতিরিক্ত আদর বা শাসন না করা।
৬। কাদের সাথে মিশছে তাদের খবর নেয়া।
৭। সন্ধার পর বাইরে কোচিং করতে না দেয়া।
৮। প্রয়োজনের অতিরিক্ত টাকা তাদের হাতে না দেয়া।
৯।পড়াশোনা এবং অন্যান্য ভাল কাজে তাদের বেস্ত রাখা।
১০।সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালন এবং সমাজের প্রতিটি মানুষের সচেতনতাই পারে আমাদের যুব সমাজকে রক্ষা করতে।