ডঃ ইউনূস নোবেল না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেলে ভাল হত!

আরিফ৩৬৫
Published : 30 July 2012, 06:07 PM
Updated : 30 July 2012, 06:07 PM

ডঃ ইউনূস একমাত্র বাংলাদেশি ব্যাক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি এই প্রাইজ পান ক্ষুদ্রঋণ এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন এর কারণে। যদিও ক্ষুদ্রঋণ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তারপরও বাংলাদেশ একটি নোবেল পেয়েছে এটাই গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য বাঙ্গালি গুণীদের সম্মান করতে পারেনা। আর তারই প্রমান দিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশপ্রেমিক বলে সবাই মনে করে আর তাই এবার যুবসমাজ তাকে ভোট দিয়েছিল কিন্তু কি করছেন তিনি? গতকাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি তুমুল সমালোচনা করলেন ডঃ ইউনুস এর। এটাতে তার ভাবমূর্তি বৃদ্ধি পেল নাকি বাংলাদেশের। আমার তো মনে হয় পদ্মা সেতু নিয়ে বাইরের দেশে আমাদের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তাকেই ত্বরান্বিত করলেন প্রধানমন্ত্রী। আজ যদি ডঃ ইউনূস কে নোবেল না দিয়ে প্রধানমন্ত্রী কে দেয়া হত তাহলে হয়ত তিনি এই কথা বলতেন? বলতেন না, আর আমাদের দেশটাকে এভাবে ছোট হতে হত না। মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করছি এমন কিছু করবেন না যাতে আমাদের ছোটো হতে হয়।