আমরা কোথা দিয়ে হাঁটব?

আবদুর রহমান
Published : 13 Jan 2012, 11:41 AM
Updated : 13 Jan 2012, 11:41 AM

জ্যাম এর যন্ত্রণা থেকে বাচতে ঢাকা শহরের ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করি তখন কিছু ভদ্রলোক ফুটপাথ কে রাস্তা বানিয়ে মোটরসাইকেল চালানো শুরু করে। এর মাশুল গুনতে হয় আমাদের মত পথচারীদের। একজন পথিক রাস্তায় নামলে সে সতর্ক থাকে কারন রাস্তা হল গাড়ি চলার জন্য, অন্যদিকে ফুটপাথ হল পথিকের, তাই সে ফুটপাথ দিয়ে চলার সময় গাড়ির কথা মাথায় রেখে সতর্ক হয় না। এদিকে ফুতপাথের ভদ্রলোক চালক ভাইয়েরা পিছন থেকে পথচারীকে ধাক্কা দিয়ে আহত করেন বা মেরে ফেলেন তবে তার দায় কে নিবেন? কেউ কি জবাব দিতে পারবেন লোকটা কোন অপরাধে আহত হল বা মরল? যখন দেখি আমাদের পুলিশ সদস্যরা ও একই কাজ করে তখন আর নিজেকে বুঝাতে পারি না। নিজেকে নিজে একটা লাথি দিয়ে বলতে মন চায়, শালা.। বাংলাদেশে জন্মাইলি কেন?