এখনি সময় জেগে উঠার

আবদুর রহমান
Published : 29 May 2012, 08:43 AM
Updated : 29 May 2012, 08:43 AM

সাগর, রুনিকে দিয়ে সিনেমার শুরু হয়েছে, তারপর তোমরা সাংবাদিকরা আন্দোলন করেছো, আবার যারা তোমাদের ৪৮ ঘণ্টায় খুনি গ্রেপ্তারের আশ্বাস দিয়ে কিছুই করতে পারেনি, তোমরা সাংবাদিকরা সাগর রুনির কবরে পা রেখে তাদের বাসায় চা নাস্তার নিমন্ত্রণে গিয়েছ। এরপর সব ভুলে গেছ তোমরা। কিন্তু এখন কি তোমরা শান্তিতে আছ? তোমরা সাংবাদিকদের গত পরশু দেখলাম পুলিশে পেটাচ্ছে, গতকাল সন্ত্রাসীরা তোমাদেরই কর্মস্থলের সামনে কোপালো। এরপরেও কিছু মানুষ বলে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোন সময়ের ছেয়ে ভালো। আচ্ছা সাংবাদিক ভাইয়েরা, ভালোর সংজ্ঞা কি পাল্টে গেছে? তোমরা সাংবাদিকদের নেতারা কি বাস্তবেই সাংবাদিক? নাকি আওয়ামিলিগার? এটা খুজে বের কর, নাহয় যুগে যুগে তোমরা এমনি করে মার খেয়ে যাবে।