প্রয়োজনে সাংসদদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুল ইসলাম
Published : 12 Jan 2011, 12:14 PM
Updated : 12 Jan 2011, 12:14 PM

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে সাংসদদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসকের সভাকক্ষে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আজ রাত ১২টা থেকে বৈধ-অবৈধ কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ ঘোরাফেরা করতে পারবে না। আইনভঙ্গের অভিযোগ পেলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেন।সাখাওয়াত হোসেন প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন প্রভাবিত করার চেষ্ঠা করবেন না। ভোটারদের বিভ্রান্ত করলে প্রমাণসাপেক্ষে তাঁদের প্রার্থিতা বাতিল করা হবে।

আপনারা কি এই বক্তব্যের সাথে একমত?