আর কত পশ্চিমা সংস্কৃতি…???

আসমা বিনতে সালাউদ্দিন
Published : 25 April 2012, 03:58 AM
Updated : 25 April 2012, 03:58 AM

প্রেমিক বিযেতে রাজি না হওয়ায় অন্ত্বঃস্বত্বা তরুণীর আত্মহত্যা শিরোরামের নিউজটুকু পড়েই মনে হলো- আর কত পশ্চিমা সংস্কৃতি? এই সংস্কৃতির সমুদ্রে হাবুডুবু খেতে খেতে আর কত ভাবব- এটাই আধুনিকতা (!)…?

বতর্মান সময়ে শিশু থেকে যুবক সবাই আধুনিকতার জোয়ারে ভাসছে। বর্তমানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকাটা হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কারো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না থাকলে মনে করা হয়- ওতো একটা ক্ষ্যাত! আর এই ক্ষ্যাত উপাধি না চাইলেই চালাতে হয় আধুনিকতার (বেলেল্লাপনার) চর্চা্।

আধুনিকতা মানে কি থার্টি ফার্স্টের উদ্দাম নৃত্য? আধুনিকতা মানে কি জনসম্মুখে উশৃঙ্খলতা প্রদর্শন? আধুনিকতা মানে কি অন্ত্বঃস্বত্বা নাকি আত্মহত্যা?
আমি জানি না। শুধু জানি, বেগম রোকেয়া, নবাব ফয়জুন্নেসা, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, রাজা রাম মোহন রায় প্রমুখ আধুনিক ছিলেন। অন্ধকারকে দূর করে ভোরের আলোকে ছিনিয়ে এনেছেন আধুনিকতায় উদ্ভাসিত হয়ে।কিন্তু, তারা তো এমন ছিলেন না।
তাহলে আধুনিক কারা….?