এক বছরে নতুন মন্ত্রীরা দেশ টাকে কি পরিবর্তন করে ফেলবেন?

আহমদ সোহেল
Published : 14 Sept 2012, 10:30 AM
Updated : 14 Sept 2012, 10:30 AM

মনে হচ্ছে কিছু লোককে খুশি করার জন্যে শেষ সময়ে একটা মন্ত্রীর বহর উপহার পেলাম আমরা জনগণ ,আমাদের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াবেন আর উন্নয়নের জুয়ার বইয়ে দিবেন মুখে মুখে নবযুক্ত মন্ত্রীবর্গ ! জানিনা কী আছে কপালে উনাদের বেতন ভাতার জন্য আরো করআরোপের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমাদের ধুরন্ত সদা হাসসো অর্থ মন্ত্রী তড়িত বেবস্তা কিছু বের করে নেবেন তাতে কোনো সন্দেহ নাই ! বিচক্ষণ ও উদার অর্থ মন্ত্রী পদ্যা সেতু থেকে শুরু করে শেয়ার মার্কেট , ইউনিপে ২ ,হলমার্ক সোনালিবেঙ্ক ,ডক্টর ইউনুস সহ অনেক কেলেংকারীর সমাধান করেছেন, করছেন, করবেন তাই নতুন মন্ত্রীদের বেতন ভাতা নিয়ে ভাবার কোনো কারণ নাই ! তিনি গত সংসদ নির্বাচনে স্লোগান তুলেছিলেন তার আসনকে মানে সিলেট এক আসনকে আলোকিত নগরী করে গড়ে তুলবেন তা-তিনি করেছেন সেই আলোতে এখন গোটা দেশ আলোকিত ! তিনি প্রায় ভত্‍সনা করে কোনো কোনো ক্ষেত্রে গালাগাল করতে ও ছাড়েননি অনেককে ,কিন্তু তার সততা থেকে কেউ কোনো শিক্ষা নেয়নি ! তাই নতুন কিছু লোক মন্ত্রী সভায় জরুরী হয়ে পড়লো ! মাননীয় প্রধান মন্ত্রী ও এই বেয়াপারটায় একমত আর মহাজ্ঞানী উপদেষ্টারা, উনারা ও চাইছিলেন গা-বাচতে তাই তাদের জ্ঞান প্রধানমন্ত্রী না নিয়ে পরলেননা এত জ্ঞান না থাকলে দেশের প্রধান মন্ত্রী ও গোটা সরকারকে চারটি বছর থেকে একাই তারা চালিয়ে আসছেন , মন্ত্রীরা 'ত` বীনা কাজে শুধু মাঠে ময়দানে ঘুরে বেড়িয়েছেন ন্যপত্তের সকল কাজতো তাদেরই করতে হয়েছে বিশেষ করে কুইক রেণ্টল বিদ্যুত , বিদেশের সাথে চুক্তি ও ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন সহ হাজার ওকালতি সংসদ কে নিয়ন্ত্রণ ও তারচে নিজেদের বিচক্কণতার প্রমাণ দেয়া ! এরকম হাজার কাজের কাজী হচ্ছেন আমাদের দেশের গর্ব মহা মহামানন্য উপদেষ্টা বৃন্দ তাদের সেবার জন্যেও কিছু মন্ত্রী খুবই জরুরী হয়ে পড়েছিল তাই আমরা আশু উন্নয়নের ও জাগরণের সপ্ন দেখতেই পরী নাকে সর্ষে তেল দিয়ে দিব্যি ঘুমোতে পরী আর জেগে উঠে দেখতেই পারি নতুন সহচরদের নিয়ে আমূল বদলে দিয়েছেন মহাজ্ঞানী উপদেষ্টা ও তাদের অনুগামী বৃন্দ !