মোবাইল কোম্পানীর অভিনব প্রতারণা

মোঃ আনোয়ারুল আজীম
Published : 29 Oct 2012, 04:02 PM
Updated : 29 Oct 2012, 04:02 PM

আমি একটি মোবাইল কোম্পানীর (রবি) গ্রাহক। গত ২০/৯/২০১২ তারিখে একটি ক্ষুদেবার্তার মাধ্যমে আমাকে জানানো হলো যে, আমাকে আগামী ২ দিন টি-টোয়েন্টি বিশ্বকাপের আপডেট ফ্রি জানানো হবে। এখানে বলে রাখা ভালো যে, এই সেবাটি পাওয়ার জন্য আমি কোন অনুরোধ করিনি এবং উক্ত ক্ষুদে বার্তায় সেবাটি পাওয়ার জন্য কোন শর্তও ছিল না। যথারীতি ২ দিন অতিবাহিত হবার পর আরেকটি ক্ষুদেবার্তার মাধ্যমে আমাকে জানানো হলো যে, ২.৩০ টাকার বিনিময়ে সেবাটি অব্যাহত রাখতে হলে আমাকে কিছুই করতে হবে না কিন্তু বাতিল করতে একটি ক্ষুদেবার্তা পাঠাতে হবে (যার মূল্যও ২.৩০ টাকা)। আমার প্রশ্ন হলো, যে সেবা পাওয়ার জন্য আমি কোন নিবন্ধন/অনুরোধ করিনি- বরং আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে, তা আমাকে বাতিল করতে হবে কেন আর করতে হলেও তা আবার টাকার বিনিময়ে কেন? বিষয়টির প্রতি মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী, বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।