চলন্ত বাসে চালকদের ধূমপান ও মোবাইলে কথা বলা বন্ধ হোক

মোঃ আনোয়ারুল আজীম
Published : 1 Nov 2012, 05:41 AM
Updated : 1 Nov 2012, 05:41 AM

এটা অত্যন্ত আশার বিষয় যে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে আইন প্রণয়ন এবং সরকারের ব্যাপক প্রচারণার ফলে যানবাহনে ধূমপান অনেকটাই কমে এসেছে। অনেক অসম্ভবের এই বাংলাদেশে এমন জনসচেতনতা অবশ্যই আমাদের আশাবাদী করে। কিন্তু পরিতাপের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ বাস ড্রাইভার এ নিয়মটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলন্ত অবস্থায় ধূমপান করে যাচ্ছেন। তাদের ভাবখানা এমন যে, আইনটি শুধু যাত্রীদের জন্য। শুধু তাই নয়, প্রায়ই চালকদের চলন্ত বাসের স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে ফিল্মী কায়দায় দেয়াশলাই জ্বালিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করতে দেখা যায় যা অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তা ছাড়া চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার আইনত নিষিদ্ধ করা হলেও অধিকাংশ ড্রাইভারই এ নিয়মটিও মানছেন না। চলন্ত অবস্থায় চালকের সামান্য অমনোযোগিতাই শত শত যাত্রীর প্রাণহানি ঘটাতে পারে। তাই চলন্ত বাসে চালকদের ধূমপান এবং মোবাইলে কথা বলা বন্ধ করার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে প্রণীত আইন বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখনই প্রয়োজন।