এ রহমান
Published : 6 March 2011, 01:53 PM
Updated : 6 March 2011, 01:53 PM

আমার মনে হয় আজকাল বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করার রেওয়াজ গুলো দিনদিন উঠে যাচ্ছে।কেউ কাউকে পরোয়া করছে না। মানুষের মনুষত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। বাবা – মার প্রতি সন্তনের দায়িত্ববোধ উঠে গেছে । সন্তানের প্রতি মা-বাবার স্নেহ-মায়া মমতা হারিয়ে যাচ্ছে। তা হলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আমরা ধীরে ধীরে আমাদের মানুষত্ব হারিয়ে ফেলছি। আমরা আমাদের নৈতিক মানবীয় গুনগুলো অর্জন করতে পারছি না বা তার প্রয়োজন বোধ করছি না। তা হলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ অন্ধকার।