আমার স্বপ্ন

আজমল হোসেন
Published : 7 Oct 2011, 05:58 PM
Updated : 7 Oct 2011, 05:58 PM

জীবনটাকে বদলে ফেলা খুব সহজ নয়। সহজ নয় জীবনের চারপাশের সবকিছুকেও বদলে ফেলা। তাহলে উপায় কী? কোনটা বা সহজ? জীবনটাকে বদলে ফেলা একটা সহজ সমাধান হয়ে গেল। কিন্তু এ বদলে ফেলার সাথে চিন্তা, মনন আর আত্মার অবিরত যুদ্ধ করে চলাকে কি তখন বদলে ফেলা বলা যাবে? নাকি এটা একটা সহজ সমাধান হয়ে গেল? চলুক না জীবনটা জীবনের মতো! অথবা অন্যভাবে বললে, চারপাশের সাথে মানিয়ে নিয়ে সমাজের একটা সাধারণ উপাদান বা নিমিত্তের উপকরণ হয়ে যাওয়া হলো।

না, এভাবে চলতে দেয়া যায়না। এগিয়ে যেতে হবে নিজের মতো করে। স্বপ্নের সাথে মিলিয়ে নিতে হবে সবকিছু। কিন্তু মনে রাখতে হবে যে, এ স্বপ্নটা যেন কেবলমাত্র তোমার নিজের না হয়। তোমার স্বপ্ন হবে অন্যের স্বপ্নগুলো বাস্তবায়নের স্বপ্ন। এজন্য অন্যকে জানতে হবে। জানতে হবে অন্যের স্বপ্নকেও। কিন্তু এটাও কি সহজ কাজ? সহজ নয়; কিন্তু অসম্ভবও নয়। আসুন আমরা স্বপ্ন দেখি অন্যের হয়ে। কেউ সহযাত্রী হবেন কি?