চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা জরুরি

আজমাল হোসেন মামুন
Published : 12 August 2018, 01:08 PM
Updated : 12 August 2018, 01:08 PM

নামোনিমগাছী এলাকার পদ্মা নদীর বামতীর সংরক্ষণ বাঁধ

শিবগঞ্জের মনোহরপুর এলাকা হতে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি পর্যন্ত দুই প্রকল্পে প্রায় তিনশ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প। কিন্তু  এরপরও ভাঙন দেখা দেওয়ায় ওই এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে মানচিত্র থেকে একটি ইউনিয়ন যেমন হারিয়ে যাবে, সেই সঙ্গে ছিন্নমূল পরিবারের সংখ্যাও বেড়ে যাবে বলে আশংকা করছে স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর কবল থেকে ভাঙন কবলিত এলাকাকে রক্ষা করা হোক।